এইচএসসি অর্থনীতি প্রথম পত্র (অধ্যায়ঃমৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান)

এইচএসসি অর্থনীতি প্রথম পত্র (অধ্যায়ঃমৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান):

এইচএস সি পরীক্ষা ২০২২ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যাহারা এইচএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য সংক্ষিপ্ত সাজেশন মূলক প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো।

তোমরা যদি আমার লেখাটা সম্পূর্ণ পড় তাহলে নিশ্চয়ই অর্থনীতি প্রথম পত্র বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো  জানতে পারবে। তোমরা নিশ্চয়ই জানো, অর্থনীতি প্রথম পত্র ৬টি অধ্যায় থেকেপরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিম্নে এইচএসসি অর্থনীতি প্রথম পত্র (অধ্যায়ঃমৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান) এর  জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলোঃ

অধ্যায়ঃ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান

এইচএসসি অর্থনীতি প্রথম পত্র (অধ্যায়ঃমৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান) এর-

জ্ঞানমূলক প্রশ্নঃ

প্রশ্ন১ঃ অভাব কি?

উত্তরঃ অভাব হলো মানুষের এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা যা বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে।

প্রশ্ন২ঃ দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝ?

উত্তরঃ মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত । প্রয়োজনের তুলনায় সম্পদের এই অপ্রতুলতা কে দুষ্প্রাপ্যতা বলা হয়।

প্রশ্ন৩ঃ নির্বাচন বলতে কি বুঝ?

উত্তরঃ মানুষের অভাব অসীম ।অসীম অভাব থেকে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকেই নির্বাচন বলা হয়।

প্রশ্ন৪ঃ অর্থব্যবস্থা কি?

উত্তরঃ সকল সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলী কে কেন্দ্র করে নানা রূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এ রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামো কে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।

প্রশ্ন৫ঃ উৎপাদন সম্ভাবনা রেখা কি?

উত্তরঃ যে রেখার বিভিন্ন  বিন্দুতে নির্দিষ্ট পরিমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়।

প্রশ্ন৬ঃ অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি?

উত্তরঃ অধ্যাপক স্যামুয়েলসনের মতে, অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি। যথাঃ কি উৎপাদন করা হবে ,কি উপায়ে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন করা হবে।

প্রশ্ন৭ঃ অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় কয়টি কি কি?

উত্তরঃ অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় চারটি। যথাঃ উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ।

প্রশ্ন৮ঃ নির্দেশমূলক অর্থব্যবস্থা কি?

উত্তরঃ নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে দেশের অধিকাংশ সম্পদ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত হয়।

এইচএসসি অর্থনীতি প্রথম পত্র (অধ্যায়ঃমৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান) এর-

অনুধাবনমূলক প্রশ্নঃ

প্রশ্ন১ঃ উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?

উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক সমাজ নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি ব্যবহার করে দ্রব্য ও সেবা উৎপাদন করতে পারে । উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ গুলো যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে।

প্রশ্ন২ঃ অর্থনীতি’র সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

উত্তরঃ সীমিত সম্পদের জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না । মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ খুবই কম ।তাই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

প্রশ্ন৩ঃ মিশ্র অর্থব্যবস্থা মূল্য কিভাবে নির্ধারিত হয়?

উত্তরঃ মিশ্র অর্থব্যবস্থা বাজার অর্থনীতির ধারণাকে উৎসাহিত করা হয় । বাজার চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে বা পারস্পরিক প্রভাবে ক্রেতা বিক্রেতাদের দ্বারা এখানে দ্রব্য মূল্য নির্ধারিত হয়। তবে সরকার জরুরী প্রয়োজনে দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে।

প্রশ্ন৪ঃ নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হইতে কোন ক্ষেত্রে উন্নত –আলোচনা করো?

উত্তরঃ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের প্রাধান্য, লক্ষ্য মুনাফা অর্জন, উৎপাদনের উপাদান সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে । আর নির্দেশমূলক অর্থব্যবস্থা উৎপাদনের যাবতীয় কার্যক্রম রাষ্ট্রীয় মালিকানায় বজায় থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা শ্রমিক ন্যায্য মজুরি পায় না। আর নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণ হয় না।

প্রশ্ন৫ঃ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বুঝ?

উত্তরঃ চাহিদা ও যোগানের পারস্পারিক প্রভাবে বা ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে যখন একটি দ্রব্যের মূল্য নির্ধারিত হয় এবং এ দামে দ্রব্যটি ক্রয়-বিক্রয় হয়ে থাকে তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থায় লক্ষণীয়। এক্ষেত্রে সরকার বা অন্য কোন উৎস হতে দ্রব্যের দাম নির্ধারিত হয় না শুধুমাত্র ক্রেতা ও বিক্রেতাদের দ্বারাই দ্রব্যের দাম নির্ধারিত হয়ে থাকে।

প্রশ্ন৬ঃ  ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও?

উত্তরঃ ব্যষ্টিক অর্থনীতি হলো ভোক্তা ,উৎপাদক ও ফার্মের একক অর্থনৈতিক কার্যক্রম । আর, সমষ্টিক অর্থনীতি হলো যে অর্থনীতি বৃহৎ পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতির পরিধি  ক্ষুদ্র ।  আর, সমষ্টিক অর্থনীতির পরিধি ব্যাপক। ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হল একজন ব্যক্তি বা একক ফার্মের আচরণ, চাহিদা ,ভোগ , আয়-ব্যয়, সঞ্চয় ইত্যাদি। আর,সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হল দেশের সামগ্রিক উৎপাদন, জাতীয় জাতীয়, সঞ্চয় জাতীয় ,জাতীয় বিনিয়োগ ইত্যাদি। সামষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থব্যবস্থার খন্ড বা আংশিক চিত্রপাওয়া যায় । আর, সামষ্টিক অর্থনীতির মাধ্যমে দেশের পূর্ণাঙ্গ অর্থব্যবস্থার চিত্র পাওয়া যায়।

আরও জানতে এখানে ক্লিক করুন এইচএসসি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর (অধ্যায়ঃ ভোক্তা ও উৎপাদকের আচরণ)
আরও জানতে এখানে ক্লিক করুন এইচ এস সি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর (অধ্যায়ঃ উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়)
আরও জানতে এখানে ক্লিক করুন এইচ এস সি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর (অধ্যায়ঃ বাজার)
আরও জানতে এখানে ক্লিক করুন এইচ এস সি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর( অধ্যায়ঃমুদ্রা ও ব্যাংক)
আরও জানতে এখানে ক্লিক করুন এইচ এস সি পরীক্ষা-২০২২অর্থনীতি প্রথম পত্র(সামগ্রিক আয় ও ব্যয়)

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *