এইচএসসি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর (অধ্যায়ঃ ভোক্তা ও উৎপাদকের আচরণ)
নিম্নে এইচএসসি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর (অধ্যায়ঃ ভোক্তা ও উৎপাদকের আচরণ) -এর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্ন ১ : উপযোগ কি?
উত্তর : অর্থনীতিতে কোন দ্রব্য ও সেবার মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলা হয়।
প্রশ্ন ২: মোট উপযোগ কি?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্য বা সেবার বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলা হয়।
প্রশ্ন ৩: প্রান্তিক উপযোগ কি?
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের ১ একক বৃদ্ধি করার ফলে যে পরিমাণ বাড়তি উপযোগ পায় তাকে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ বলে।
প্রশ্ন ৪ঃ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক?
উত্তরঃ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান । নিম্নে সম্পর্ক সমূহ আলোচনা করা হলোঃ
১।কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা কোন দ্রব্যের যতগুলো একক ভোগ করে তা থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হল মোট উপযোগ।
২।মোট উপযোগরে পরিবর্তনের হার হলো প্রান্তিক উপযোগ ।
৩।মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টি।
৪।মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে ,প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে।
৫।মোট উপযোগ যখন সর্বাধিক, প্রান্তিক উপযোগ তখন শূন্য।
প্রশ্ন ৫ঃ চাহিদা কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোন দ্রব্যের যে পরিমাণ পণ্য ক্রয় করতে ইচ্ছুক ,ক্রয় করার মত সামর্থ্য থাকে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে তাকে চাহিদা বলা হয়।
প্রশ্ন ৬ঃ চাহিদা বিধি কি?
উত্তরঃ দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান অর্থাৎ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, কোন দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা ও দামের মধ্যে এই বিপরীত অবস্থা যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকেই চাহিদা বিধি বলে।
প্রশ্ন৭ঃ নিকৃষ্ট দ্রব্য কি?
উত্তরঃ আয় বৃদ্ধি পেলে যেসব দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং আয় হ্রাস পেলে চাহিদা পরিমাণ বৃদ্ধি পায় সে গুলোকে নিকৃষ্ট দ্রব্য বলে।
প্রশ্ন ৭ঃ চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তরঃকোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।
প্রশ্ন ৮ঃ চাহিদা অপেক্ষক কি?
উত্তরঃ চাহিদার যে সকল উপাদান রয়েছে যেমন দ্রব্যের দাম ,ক্রেতার আয় ,রুচি, অভ্যাস প্রভৃতি সকল উপাদান এর সাথে চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলা হয়।
প্রশ্ন ৯ঃ পরিবর্তন দ্রব্য কি?
উত্তরঃ যদি কোনো বিশেষ দ্রব্যের অভাব অন্য দ্রব্য দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হয় তাকে পরিবর্তন দ্রব্য বলা হয় ।যেমনঃ চিনি ও গুড় ,চা ও কফি।
প্রশ্ন ১০ঃ পরিপূরক দ্রব্য কি?
উত্তরঃকোন বিশেষ অভাব পূরণের জন্য একই সাথে দুই বা ততোধিক দ্রব্যের ব্যবহার অপরিহার্য তবে সংশ্লিষ্ট দ্রব্যকে পরিপূরক দ্রব্য বলা হয়। যেমনঃ কালি ও কলম।
প্রশ্ন ১১ঃ অপেক্ষক কি?
উত্তরঃ দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে অপেক্ষক বলা হয়।
প্রশ্ন১২ঃ চলক কি?
উত্তরঃ চলক হল এমন কতগুলো বিষয় বা রাশি যা পরিবর্তনশীল এরা বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করতে পারে।
প্রশ্ন১৩ঃ ধ্রুবক কি?
উত্তরঃ যেসব প্রাকৃতিক সংখ্যা বা প্রতীক যা বিভিন্ন অপেক্ষক ব্যবহৃত হয় এবং বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া প্রয়োগের পরেও তাদের মান অপরিবর্তিত থাকে তাদের ধ্রুবক বলা হয়।
প্রশ্ন১৪ঃ স্বাধীন চলক কি?
উত্তরঃ কোন সমীকরণে অন্তর্গত এর মান উন্নত মানের উপর নির্ভরশীল নয় বরং নিজেই নিজের মান স্বাধীনভাবে গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলা হয়?
প্রশ্ন ১৫ঃ নির্ভরশীল চলক কি?
উত্তর: যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভরশীল তাকে নির্ভরশীল চলক বলা হয়।
প্রশ্ন ১৬ঃ রেখার ঢাল কি?
উত্তরঃ কোন অপেক্ষকের স্বাধীন চলক এর মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে ঢাল বলা হয়।
প্রশ্ন১৭ঃ দাম স্থিতিস্থাপকতা কি?
উত্তরঃ কোন দ্রব্যের দাম এর শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে দাম স্থিতিস্থাপকতা বলা হয়।
প্রশ্ন১৮ঃ যোগান কি?
উত্তরঃ কোন বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট দামে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণ ব্রিক্রি করতে প্রস্তুত থাকে তাকে অর্থনীতিতে যোগান বলা হয়।
প্রশ্ন ১৯ঃযোগান বিধি কি?
উত্তরঃ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যে সমমূখী সম্পর্ক বিদ্যমান এটি যে বিধিতেআলোচনা করা হয় তাকে যোগান বিধি বলা হয়।
প্রশ্ন ২০ঃ ভারসাম্য দাম কি?
উত্তর: যে দামে বাজারে কোন দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয়।
প্রশ্ন ২১ঃ বাজার ভারসাম্য কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে একটি দ্রব্যের বাজারে চাহিদা ও যোগান যখন পরস্পর সমান হয় ও ভারসাম্য অর্জিত হয় তাকে বাজার ভারসাম্য বলে।
আরও জানুন এইচএসসি অর্থনীতি প্রথম পত্র (অধ্যায়ঃমৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান)
নিম্নে এইচএসসি অর্থনীতি ১ম পত্র প্রশ্নোত্তর (অধ্যায়ঃ ভোক্তা ও উৎপাদকের আচরণ) – এর
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্ন১ঃ চাহিদা বিধি কি সর্বদা কার্যকর -ব্যাখ্যা করো।
উত্তরঃ চাহিদা বিধি সর্বদা কার্যকর হয় না। সাধারণত চাহিদা বিধিতে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক বিদ্যমান তা প্রকাশ পায়। তবে কিছু কিছু ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমনঃ গিফেন দ্রব্য ,বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে যে সম্পর্ক বিরাজ করে, এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
প্রশ্ন২ঃ চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদান এর ব্যাখ্যা দাও?
উত্তরঃ কোন দ্রব্যের চাহিদার উপর প্রভাব বিস্তারকারী প্রধান দুটি উপাদান হলো দ্রব্যের নিজস্ব দাম ও ভোক্তার আয় । দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা অনেকাংশে নির্ভরশীল। কোন নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে অর্থাৎ দ্রব্যের দাম এর সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। আবার আয়ের সাথে চাহিদার ধনাত্মক সম্পর্ক । ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায় এবং ভোক্তার আয় হ্রাস পেলে ভোক্তার চাহিদা হ্রাস পায়।
প্রশ্ন৩ঃ বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?
উত্তরঃ বিলাস জাতীয় দ্রব্য আভিজাত্যের কারণ বলে বিবেচিত হয়, সে কারণে চাহিদা বিধির কার্যকরী হয় না।বেশি দামে দ্রব্য ক্রয় এর মাধ্যমে সমাজে বিত্তশালী ব্যক্তিদের মধ্যে প্রদর্শন প্রভাব লক্ষ্য করা যায় । উচ্চ আয়ের ব্যক্তিদের সামাজিক মর্যাদা পাওয়ার আশায় যে সকল দ্রব্যের দাম বেশি সেগুলো ক্রয় করে এবং কম দামে পণ্য ক্রয় কম করে ,এ ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয় ।এভাবে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকরী হয় না।
প্রশ্ন৪ঃ অপেক্ষক বলতে কী বোঝায়- ব্যাখ্যা করো?
উত্তরঃ স্বাধীন চলক এর সাথে অধীন চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশ কে অপেক্ষক বলা হয়। অর্থনীতিবীদ ডমিনিক এর মতে, অপেক্ষক হলো দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক । উদাহরণ: D=f(P) এখানে ,D হলো স্বাধীন চলক, অর P হলো অধীন চলক।(এখানে, D=চাহিদা , P=দাম)
প্রশ্ন৫ঃ চাহিদার নির্ধারক সমূহ কি কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে যেসব উপাদানের উপর চাহিদা নির্ভর করে তাদের চাহিদার নির্ধারক বলা হয় । কোন দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা অনেকাংশে নির্ভরশীল ।কোন নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে ,আবার দাম কমলে তার চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান ।আর ভোক্তার আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় ,আবার আয় হ্রাস পেলে চাহিদা হ্রাস পায় । আয় ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান । দাম ও আয় চাহিদার অন্যতম নির্ধারক।
প্রশ্ন ৬ঃ যোগানের নির্ধারক সমূহ কি কি?
উত্তরঃ যে সকল বিষয়ের উপর যোগান নির্ভর করে সেই বিষয় গুলোকে যোগানের নির্ধারক বলা হয়। যোগানের গুরুত্বপূর্ণ নির্ধারক হলো -দ্রব্যের দাম, দ্রব্যের চাহিদা, উৎপাদনের কৌশল পরিবর্তন ,আবহাওয়ার প্রভাব, বাজারের ভিন্নতা ইত্যাদি।