কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়
বর্তমান সময়ে লোকেরা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য কম্পিউটার টাইপিং এর দক্ষতা অর্জন করতে হয়। তাই আপনি যদি একজন কম্পিউটার টাইপিং অপারেটর হিসেবে চাকরি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইপিংয়ে দক্ষ হতে হবে। বিশেষ করে বাংলাদেশ চাকরির বাজার গুলোতে কম্পিউটারে বাংলা টাইপিং এর দক্ষতা বেশি প্রয়োজন পড়ে।
আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা কম্পিউটারের মাধ্যমে ইংরেজি লিখতে পারে। কিন্তু বাংলা লেখার দক্ষতা নেই। তাই আপনাদের মাঝে আমরা আজ আলোচনা করতে যাচ্ছি। কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়গুলো নিয়ে এবং কি কি সফটওয়্যার ব্যবহার করে আপনারা বাংলা আর্টিকেল লিখতে পারবেন। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো।
বাংলা টাইপিং শেখার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে আপনার কম্পিউটারে জনপ্রিয় কিছু সফটওয়্যার ইন্সটল করে রাখা। আপনারা যে সকল সফটওয়্যার দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন সেই সকল সফটওয়্যার আপনারা অনলাইনের মাধ্যমে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা অ্যাপ ডাউনলোড
আমরা আপনাদের সুবিধার জন্য এই আর্টিকেলে কম্পিউটারে বাংলা টাইপিং শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। এবং জনপ্রিয় কিছু বাংলা ফন্টের লিংক শেয়ার করে দেবো। লিংক ক্লিক করে আপনি সহজেই বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং কম্পিউটারে টাইপিং শিখতে পারবেন।
কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়
আপনার যদি কম্পিউটারের মাধ্যমে বাংলা টাইপিং শেখার সহজ উপায় খুঁজে থাকেন। তাহলে আপনি সঠিক একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমরা এখানে জানাবো কিভাবে আপনি সহজেই কম্পিউটারে বাংলা টাইপিং শিখবেন।
কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য আপনাকে বিশেষভাবে টাইপিং চর্চা করতে হবে। এবং আপনি কম্পিউটারে কিবোর্ড দিয়ে টাইপিং করবেন সেটা পুরোপুরি ভাবে নিজের মত করে নিতে হবে টাইপিং এর গতি বাড়ানোর জন্য।
আপনি যদি কম্পিউটারে বাংলা টাইপিং শিখতে চান তাহলে প্রথমে আপনাকে ইংরেজি কিবোর্ড টাইপিং করা বা জানাটা অনেক জরুরী নয় । তবে আপনি যদি ইংরেজিতে টাইপিং করতে পারেন তাহলে কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন সহজেই।
কারণ কম্পিউটারে যে কিবোর্ড দেওয়া থাকে সেখানে বাংলা এবং ইংলিশ দুইটিই দেওয়া থাকে। অনেক কিবোর্ড রয়েছে যেখানে শুধুমাত্র ইংলিশ দেয়া থাকে, বাংলা কোন অক্ষর দেওয়া থাকে না।
চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যদি ইংলিশ টাইপিং এ পারদর্শী হয়ে থাকেন তাহলে বাংলা খুব সহজে টাইপিং করতে পারবেন। আমরা জানি কম্পিউটারে ইংরেজি টাইপিং করা কমপ্লিট হয়ে গেলে আপনি বাংলা লেখার জন্য প্রস্তুত হবেন। কারণ কম্পিউটারে ইংরেজি অক্ষর গুলো টাইপ করলে কিন্তু বাংলাতে লেখা যায়। যেমন- মনে করুন ইংরেজিতে কম্পিউটারে (J) টাইপিং করলে (J) চলে আসে।
আর তা কোনো রকম ভাবে আপনি যদি বাংলা টাইপিং করতে চান তাহলে (J) ইংরেজি অক্ষর চাপ দিলে 2 টি অক্ষর বাংলাতে দিয়ে দিবে যেমন ক, খ। তাহলে বুঝতেই পারছেন আপনারা ইংরেজিতে যদি দক্ষতার হয়ে থাকেন তাহলে খুব সহজে আপনারা বাংলা টাইপিং কমপ্লিট করতে পারবেন এবং সেখানে দক্ষতা অর্জন করতে পারবেন।
কম্পিউটারে বাংলা টাইপিং করার শেখার গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। সে টিপস অনুসরন করে আপনি সহজেই কম্পিউটারে বাংলা টাইপিং শিখতে পারবেন। যেমন-
কম্পিউটারে ইংরেজি কিবোর্ড অক্ষর
- A S D F G H J K L
- Q W E R T Y U I O P
- Z X C V B N M
আপনারা যদি কম্পিউটারের ইংরেজি কিবোর্ড এর অক্ষর গুলো ভালোভাবে মুখস্ত করে নিতে পারেন তাহলে দ্রুত ভাবে আপনারা বাংলা টাইপিং এ দক্ষ হয়ে উঠতে পারবেন। আপনি যখন বাংলা টাইপ করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই ইংরেজি অক্ষর চাপ দিয়ে বাংলা অক্ষর নিয়ে আসতে হবে। যেমন- এই উদাহরণে আমরা উপরের অংশে আপনাকে জানিয়ে দিয়েছি।
কম্পিউটারে বাংলা টাইপ শেখার সবচেয়ে সহজ উপায়
A S D F G H J K L : টাইপ করুনঃ দাদা দাদি কত কর্ত অতিথী বুধী খুব খাব বাবা ভাই ভাবি কর্তৃক ঈদ দুধ দূত।
Q W E R T Y U I O P : টাইপ করুনঃ জাহাজ পাখি পতাকা ঘড় পিপড়া গাঢ় হাতি ঝগড়া ঢাকা ডাব যায় টঙ টং ঠং ফুফু চাচা ছাতা।
Z X C V B N M : টাইপ করুনঃ প্রথম জন্য পৌরসভা ও বৈশাখ লাঠি হরিণ নানা সত্য ষাড় শশা মামা।
আমরা কম্পিউটারে বাংলা টাইপ করার যে সহজ শব্দগুলোও আপনাকে দেখেছি এগুলো যদি আপনি প্রতিনিয়ত টাইপিং করতে পারেন তাহলে দ্রুতভাবে আপনারা কি বোর্ডের ইংরেজি তিনটা লাইন শিখে নিতে পারবেন।
আপনারা কি ধরনের বাংলা ফন্ট ব্যবহার করে কম্পিউটারে বাংলা লিখতে চান। সে বিষয়ে আমরা এখানে কিছু সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব, সেই সফটওয়্যার গুলো ডাউনলোড করে আপনারা সহজেই বাংলা টাইপিং করতে পারবেন।
আরও পড়ুনঃ
- ইউটিউবে ভিডিও বানানোর আইডিয়া
- নিস মানে কি ? কিভাবে ব্লগের জন্য নিস বাছাই করতে হয় ?
- নতুন ব্লগে দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়
কম্পিউটারে বাংলা টাইপিং করার জনপ্রিয় বাংলা ফন্ট সফটওয়্যার
- SutonnyMJ Bangla Font
- SolaimanLipi Bangla font
- Amar Bangla font
- Nikosh Bangla font
- Champa Bengali Font
- Kalpurush Bengali Font
- Siyam Rupali Bengali Font
- Lipi Mrittika Bangali Font
- Agameel Bangla Font
- Amader Shomoy II Bangla Font
- Aparajita Bangla Font F
- Bangla Pedia II Bangla Font
- Boishkhi Bangla Font
- Jay Jay Din MJ Bangla Font
- Jugantor MJ Bangla Font
- Village II Bangla Font
SutonnyMJ Bangla Font Free Download
আপনি যদি কম্পিউটারের মাধ্যমে বাংলা টাইপ শিখে বাংলা টাইপিং করতে চান তাহলে আপনারা SutonnyMJ বাংলা ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কারণ বর্তমান সময়ে বাংলাদেশে অফিস-আদালত এমনকি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বাংলা টাইপিং করার জন্য এই Font ব্যবহার করা হয়।
আপনি যদি ফন্ট ডাউনলোড করতে চান তাহলে আমরা এখানে একটি লিংক প্রস্তুত করে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার কম্পিউটারের জন্য বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড লিংকঃ SutonnyMJ
SolaimanLipi Bangla font free Download
SolaimanLipi বাংলা ফন্ট ডাউনলোড করা থেকে আপনি মাত্র একটি ধাপ অনুসরণ করেই ফন্টটি ডাউনলোড করতে পারবেন। আমরা জানি আপনি যদি বাংলা ভাষা টাইপ করতে চান তাহলে খুব সহজেই এই ফন্ট ব্যবহার করে টাইপ করতে পারবেন।
তাহলে এই সফটওয়্যারটি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ বাংলা ভাষাতে রূপান্তরিত করে দিবে। এর মানে ডিজাইন অনেক সুন্দর থাকবে আপনারা এই বাংলা ফন্ট ডাউনলোড করে নিজের কম্পিউটারে যেকোনো সময় বাংলা টাইপ করতে পারবেন। ফন্ট ডাউনলোড লিংকঃ SolaimanLipi
Nikosh Bangla font free Download
বর্তমান সময়ে যারা অফিস-আদালতে কর্মরত রয়েছেন তারা কম্পিউটার এ বাংলা টাইপ করার জন্য Nikosh ব্যবহার করে থাকে। আপনিও যদি আপনার অফিশিয়াল কাজগুলো নিকষ ফন্ট এর মাধ্যমে করতে চান তাহলে আজই এই ফন্ট ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংকঃ Nikosh
আমরা আপনাদের সাথে যে সকল বাংলা ফন্ট নিয়ে আলোচনা করেছি এগুলো আপনারা সহজেই আপনার কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আপনার পছন্দমত যেকোন বাংলা ফন্ট আজও ডাউনলোড করে নিন।
আরো পড়ুনঃ
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়?
- গুগল এডসেন্স পাওয়ার ১০ টি নির্ভুল উপায়
- ইউটিউবে গুগল এডসেন্স অ্যাপ্রভাল পেতে করণীয়
শেষ কথাঃ
বন্ধুরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানানো হলো কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়। আপনি যদি আমাদের ওয়েবসাইট আর্টিকেলটি মনোযোগ দিয়ে অনুসরণ করে থাকেন। তাহলে আপনি ও আপনার কম্পিউটারে বাংলা ভাষা লিখতে পারবেন।
এবং আমরা আপনার সুবিধার জন্য এখানে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করার সফটওয়্যার লিংক প্রস্তুত করে দিয়েছি সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আপনার পছন্দমত বাংলা ফন্ট ডাউনলোড করে বাংলা টাইপ করতে পারবেন।
আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন আর্টিকেল পড়ার জন্য নিয়মিত ভাবে ভিজিট করুন ধন্যবাদ।
ট্যাগঃ কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়
কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায় কম্পিউটারে বাংলা টাইপিং শেখার সহজ উপায়