VPN কি ? VPN ব্যবহারের নিয়ম
আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানাতে যাচ্ছি ভিপিএন কি ? আমাদের ইন্টারনেট স্পিড যখন কম থাকে, যখন ফ্রি ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের ভিপিএন এর কথা মাথায় চলে আসে।
বিশেষ করে আমরা যখন বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহার করি তখন অনেক কারণে নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়ে থাকে। আমরা সেই সমস্যা সমাধান খুঁজতে ভিপিএন কানেক্ট করে থাকি ইন্টারনেট ব্যবহার করার জন্য।
ভিপিএন এমন একটি সার্ভিস যার মাধ্যমে আমরা আমাদের পছন্দ মত যে কোন দেশের সাথে ইন্টারনেট কানেক্ট করে ইন্টারনেটের সকল সার্ভিস ব্যবহার করতে পারি এবং ইন্টারনেট স্পিড অনেক ভালো থাকে।
আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা ভিপিএন ব্যবহার করে বিভিন্ন ধরনের গেমস খেলে থাকে, বিভিন্ন দেশের নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন,তাহলে আপনিও ভিপিএন সম্পর্কে ধারণা রাখেন।
আর যারা ভিপিএন সম্পর্কে তেমন কিছু জানে না তাই তাদের জন্য আমাদের এই আর্টিকেলে ভিপিএন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
আমরা জানি অধিকাংশ মানুষই ভিপিএন কে মনে করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করার একটি মাধ্যম কিন্তু কথাটা মোটেও সত্য নয়। ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে virtual private network.
যারা একটু হলেও জানেন ভি পি এন মানে কি তারা এটা ব্যবহার দিয়ে কিছু ব্লগ ওয়েবসাইটে প্রবেশ করেন। আসলে ইন্টারনেটে এমন অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশের বন্ধ হয়ে পড়ে আছে সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করার জন্য ভিপিএন ব্যবহার করা হয়।
এছাড়া বর্তমান সময়ে অনলাইনে ইউজারদের সংখ্যা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেইভাবে ইন্টারনেটের মাধ্যমে মানুষ ব্যক্তিগত ডাটা চুরি করার মতো সাংঘাতিকভাবে হ্যাকারদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এজন্য নিজের সকল ব্যক্তিগত ডাটা গুলো সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য ভিপিএন এর ব্যবহার করা প্রচুর বৃদ্ধি পাচ্ছে।
ভিপিএন ব্যবহার করার ফলে আপনি এমন জায়গায় ইন্টারনেট ব্যবহার করছেন সেই স্থানে লুকিয়ে দেওয়া হয়, এর বিপরীতে ভিপিএন এর মাধ্যমে অন্য একটি জায়গা দেখানো হয় আপনি যে জায়গাটি পছন্দ করবেন।
সে জায়গা থেকেই আপনি ভিপিএন কানেক্ট করে ইন্টার্নেট ব্যবহার করতে পারবেন। যেমন- আপনি বাংলাদেশে আছেন সে ক্ষেত্রে আপনি যদি ভিপিএন কানেক্ট করেন ইন্ডিয়া তাহলে আপনার পুরো ডিটেলস দেখানো হবে ইন্ডিয়াতে।
এর ফলে অনলাইনে থাকা বড় বড় হ্যাকাররা আপনার সঠিক লোকেশন খুজে পাবে না যার ফলে তারা নেটওয়ার্ক হ্যাক করতে পারবে না এবং আপনার পার্সোনাল তথ্যগুলো চুরি করতে পারবে না।
তার জন্য বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য ভিপিএন ব্যবহার করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের জানাবো ভিপিএন কি ? ভিপিএন ব্যবহার করার নিয়ম।
VPN কি ?
vpn হচ্ছে এমন একটি সুরক্ষিত সংযোগ যার মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো ডিভাইসকে সুরক্ষিতভাবে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারি।
ভিপিএন আপনার ব্যবহার করা ইন্টারনেট সংযোগ অধিক সিকিউরিটি এবং প্রাইভেট যুক্ত করে যেকোনো পাবলিক নেটওয়ার্ক, পাবলিক ওপেন ওয়াইফাই, হটস্পট কানেকশন কে সুরক্ষিত করে থাকে।
এতে করে আপনি নিজের ডিভাইসকে অনলাইন হ্যাকারদের কাছ থেকে সুরক্ষিত রাখতে পারবেন। বর্তমান সময়ে ভিপিএন এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে, ভিপিএন এর ব্যবহার করার ফলে আপনার ইন্টারনেট ব্যাবহার করা মোবাইল বা কম্পিউটার আইপি অ্যাড্রেস পরিবর্তন করে দেওয়া হয়।
আপনার আইপি অ্যাড্রেস এর স্থানে অন্য দেশের একটি আইপি ঠিকানা দেখানো হয়, যার ফলে আপনি কোন স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা খুঁজে পাওয়া যায় না এটি অনেক বড় সিকিউরিটি।
মনে করুন আপনি যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন এবং ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন। তাহলে যদি আপনি বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু আপনার বর্তমান লোকেশন দেখানো হবে ইউনাইটেড স্টেট আর মানুষ দেখবে আপনি ইউনাইটেড স্টেট থেকে ইন্টারনেট ব্যবহার করছেন।
আমরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ভিপিএন কি এবং ভিপিএন এর কাজ সমূহ। এবার চলুন ভিপিএন ব্যবহারের নিয়ম বিস্তারিতভাবে জেনে নেই।
See more :
- কিভাবে গুগল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট জমা দিতে হয়
- কিভাবে অরিজিনাল ভিটমেট অ্যাপস ডাউনলোড করব?
- ডিজিটাল মার্কেটিং কেন একটি লাভজনক ক্যারিয়ার তৈরির মাধ্যম
- সার্ভে কি ? সার্ভে করে আয় করার সেরা ওয়েবসাইট
- মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপ
- ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার | মোবাইল এবং পিসির জন্য
- শেয়ারইট অ্যাপস : শেয়ারইট সফটওয়্যার ডাউনলোড
vpn ব্যবহারের নিয়ম মোবাইল বা কম্পিউটারে
আপনারা অনেক সহজে যে কোন মোবাইল বা কম্পিউটারে ভিপিএন ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়া। আপনি যেভাবে মোবাইল বা কম্পিউটার বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করেন ঠিক সেরকম ভাবে আপনারা ভিপিএন অ্যাপস সফটওয়্যার আপনার ডিভাইসে ডাউনলোড করে নিতে পারবেন।
ভিপিএন সফটওয়্যার গুলো ডাউনলোড করার পরে আপনি তার সার্ভিসগুলো চালু করে দেবেন এরপর আপনার ইন্টারনেট কানেকশন অটোমেটিক ভাবে বৃটেনের সুরক্ষিত নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে।
ভিপিএন apps এন্ড্রয়েড মোবাইলের জন্য
বর্তমান সময়ে কম্পিউটারের ব্যবহারের তুলনায় এন্ড্রয়েড মোবাইলের ব্যবহারকারী অনেক বেশি। তাই আপনার মোবাইলে একটি ভিপিএন কানেকশন থাকা অত্যন্ত জরুরী।
চলুন জেনে নেয়া যাক এন্ড্রয়েড মোবাইলের জন্য ফ্রি ভিপিএন অ্যাপ এর বিষয় সমূহ।
TunnelBear vpn : আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য vpn ব্যবহার করতে পারেন। প্রতিমাসে 500 এমবি ডাটা প্রদান করে থাকে যা আপনারা মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপটি আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে ডাউনলোড করার জন্য শুধুমাত্র কিছু ডাটা খরচ করে ডাউনলোড করতে হবে আর কোনো খরচ প্রয়োজন নেই। আপনারা এখানে ভিপিএন কানেক্ট করার জন্য বিভিন্ন দেশের লোকেশন পেয়ে যাবেন। যে লোকেশনগুলো আপনি নির্বাচন করে ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে পারবেন।
TurboVPN vpn : আপনাদের জন্য আরো একটি জনপ্রিয় ভিপিএন সফটওয়্যার এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে সরাসরি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
Free VPN monster vpn : আপনাদের মোবাইলে যদি দ্রুত ফাস্ট ভিপিএন ব্যবহার করতে চান তাহলে এই মোবাইল অ্যাপ টি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে যেকোন মোবাইলে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপটির শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং বর্তমান সময়ে এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে তিন লাখেরও বেশি মানুষ ডাউনলোড করে ব্যবহার করছে।
HotspotShield vpn : মোবাইলের জন্য আরও একটি জনপ্রিয় ভিপিএন অ্যাপস অন হটস্পট। আপনি প্রতিদিন 500 এমবি ডাটা ব্যবহার করতে পারবেন।
ফ্রি vpn সফটওয়্যার কম্পিউটারের জন্য
আমরা আলোচনাতে মোবাইলের মাধ্যমে কোন ধরনের ভিপিএন অ্যাপস গুলো ব্যবহার করে আপনারা বেশি উপকৃত হবেন সে বিষয়ে জানিয়েছি। এখন আমরা আপনাদের জানাব ফ্রি ভিপিএন সফটওয়্যার কম্পিউটার জন্য ব্যবহার করতে হয়।
আপনারা যদি কম্পিউটারের মাধ্যমে প্রিমিয়াম ভার্সনের ভিপিএন সফটওয়্যার গুলো ব্যবহার করেন তাহলে অনেক লাভজনক হতে পারবেন। তবে আপনারা যে কোন কম্পিউটারের জন্য অনেক ফ্রি ভিপিএন সফটওয়্যার অনেক সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আমরা এখানে কিছু ফ্রি ভিপিএন সফটওয়্যার কম্পিউটার জন্য ব্যবহার করার জন্য প্রস্তুত করেছি-
WindScribe vpn : এই সফটওয়্যার টি একদম ফ্রি সফটওয়্যার যেখানে আপনি প্রতিদিন 300 এমবি ডাটা ব্যবহার করতে পারবেন। প্রতি মাসে 10 জিবি ফ্রি ডাটা পেয়ে যাবেন।
আপনার কম্পিউটারের মাধ্যমে যদি ভিপিএন সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে আজ এই ভিপিএন অ্যাপস সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
Speedify vpn : কম্পিউটারের জন্য আপনি যদি ভিপিএন ব্যবহার করতে চান তাহলে এ সফটওয়্যারটি আপনার কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করে আপনি অনেক দ্রুত ইন্টারনেট চালাতে পারবেন।
এছাড়া আপনারা এই এপস ডাউনলোড করে প্রতি মাসে পাঁচ জিবি করে ফ্রি ডাটা ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। আপনি যদি এই সপ্তাহের জন্য অতি আগ্রহী থাকেন তাহলে আজই আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করে নিন।
Tunnelbear vpn : আপনি যদি ভিপিএন ব্যবহার করাতে একদম নতুন ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য অনেক ভালো হবে। কারণ এই সফটওয়্যার অনেক সহজে ব্যবহার করা যায়। এছাড়া এ সফট্ওয়ারে আপনাকে প্রতিমাসে 500 এমবি ডাটা ফ্রি দেয়া হবে ইন্টারনেট ব্যবহার করার জন্য।
কম্পিউটার বা ল্যাপটপে দ্রুত ইন্টারনেট ব্যবহার করার জন্য ভিপিএন খুঁজছেন তাহালে উপরে দেওয়া সেরা ৩টি থেকে যেকোনো একটি VPN ব্যবহার করতে পারেন।
VPN এর লাভ ও সুবিধা গুলো
আপনি যদি মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন। আপনি যখন ভিপিএন সার্ভিসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন তখন আপনার ব্যক্তিগত তথ্য গুলো সুরক্ষিত থাকবে যার ফলে হ্যাকারদের নজর থেকে তথ্যগুলো অনেক দূরে থাকবে।
ভিপিএন ব্যবহার করে আপনাদের পরিচয় সহজে গোপন রাখতে পারবেন, মানে আপনি কোন দেশ শহর থেকে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা গোপন রাখতে পারবেন।
আমাদের ইন্টারনেটে যে আইপি অ্যাড্রেস থাকে সেটি পরিবর্তন করে অন্য দেশের আইপি অ্যাড্রেস এ রূপান্তরিত করতে পারবেন। আপনি যদি প্রিমিয়াম ভিপিএন সার্ভিস ব্যবহার করেন তাহলে ইন্টারনেট স্পিড আরো বেশি বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি ফ্রি ভিপিএন সার্ভিস ব্যবহার করেন তাহলে ইন্টারনেট স্পিড একটু কম পাবেন।
আপনার যদি অসুবিধা গুলো ভোগ করতে চান তাহলে আজই ভিপিএন অ্যাপস সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করা শুরু করুন তাহলে অনেক লাভজনক হতে পারবেন।
See More :
- জুম অ্যাপ কি ? জুম অ্যাপ ব্যবহারের নিয়ম
- সেরা ৫ টি ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি
- ১০ হাজার টাকায় ৫ টি ব্যবসার আইডিয়া
- ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়
শেষ কথাঃ
বন্ধুরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানানো হলো ভিপিএন কি? ভিপিএন ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য। আমাদের আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন কিছু জানার থাকে তবে নিজেদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন।
আমাদের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অনলাইন ইনকাম বিষয়ে নতুন নতুন পোস্ট পড়ার জন্য নিয়মিত ভাবে আমাদের আর্টিকেলটি বুকমার্ক করে রাখুন এবং নিয়মিতভাবে ভিজিট করুন ধন্যবাদ।
ট্যাগঃ VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়মVPN কি ? vpn ব্যবহারের নিয়মVPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম
VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম VPN কি ? vpn ব্যবহারের নিয়ম