ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩

ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩

ভিসাঃ

আপনি যদি ভিসা সম্পর্কে জানতে চান তাহলে সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। আমাদের এই ওয়েবসাইটে ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের আর্টিকেলটি সম্পন্ন মনোযোগের সাথে পড়েন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ভিসা হল এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একটি অনুমতি পত্র। এক দেশ থেকে অন্য দেশে বৈধভাবে গমন করলে একটি বিশেষ অনুমতি পত্রের প্রয়োজন হয় তার নাম হলো ভিসা।

ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩
ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩

দেশে অবস্থানরত বিদেশি দূতাবাসগুলো তাদের নিজ দেশের ভিসা ইস্যু করে থাকে। আপনি কোন দেশে যেতে চাইলে সে দেশের দূতাবাসে আপনার যোগাযোগ করতে হবে। সেখানে আপনার পাসপোর্ট দেখাতে হবে, আপনার পাসপোর্ট সাইজ তিন কপি ছবি লাগবে এবং একটি ফর্ম পূরণ করতে হবে যে ফরমে আপনার পরিপূর্ণ ভাবে ঠিকানা ও তথ্য দেওয়া থাকবে।

দূতাবাস আপনার পাসপোর্ট এবং দেওয়া তথ্যগুলো পর্যালোচনা করে, একটি নির্দিষ্ট ফি গ্রহণ করে আপনাকে ভিসা প্রদান করবে। আপনার ভিসা প্রদানের পূর্বে আপনার সম্পর্কে তারা একটু যাচাই-বাছাই করবে।

ভিসা প্রদানের পূর্বে আপনার সাক্ষাৎকার নেবে আপনি কেন বিদেশ যাবেন, কি কাজে যাবেন বিস্তারিত জানার চেষ্টা করবে। আপনার নামে কোন পুলিশ কেস রয়েছে কি-না এ বিষয়টিও তারা খতিয়ে দেখবে।

ভিসা প্রদান করার জন্য সকল দূতাবাসগুলো তাদের কনস্যুলার শাখা করেছে। আপনার নিজ দেশ এবং আপনি যে দেশে যাবেন উভয় দেশের মধ্যে চুক্তির ভিত্তিতে ভিসা- ওয়েভার নীতিমালা অনুযায়ী আপনাকে ভিসা প্রদান করবে। প্রয়োজন মনে করলে উভয় দেশ তাদের চুক্তি ভঙ্গ করতে পারে এবং ভিসা স্থগিত বা বন্ধ করে দিতে পারে।

আরও পড়ুন

ভিসার মেয়াদ

দূতাবাস যখনই আপনাকে ভিসা প্রদান করবে আপনার সাথে একটি নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে দেবে। এই নির্দিষ্ট মেয়াদের মধ্যেই আপনি সে দেশ থেকে ফেরত আসতে হবে।

সাধারণত টুরিস্ট ভিসা গুলো তিন মাসের জন্য প্রদান করে থাকে। চিকিৎসার জন্য যাওয়া ভিসা তিন মাসের জন্য প্রদান করে থাকে।

স্টুডেন্ট ভিসায় বিদেশে গেলে স্টুডেন্ট এর কোর্স সম্পন্ন করতে যতদিন সময় লাগবে ততদিনের জন্য ভিসা প্রদান করে থাকে। স্টুডেন্ট ভিসা হতে পারে চার বছর বা পাঁচ বছর মেয়াদি।

জব ভিসায় বিদেশে গেলে সাধারণত দুই বছরের জন্য ভিসা প্রদান করে থাকে। তবে এটি কমবেশি হতে পারে। কারণ অনেক ব্যক্তি রয়েছে যারা এক বছরের জন্য বিদেশে যায় আবার অনেক ব্যক্তি রয়েছে বেশি দিনের জন্য যেতে পারে। সে ক্ষেত্রে জব ভিসা বা কাজের ভিসার মেয়াদ ভিন্ন ভিন্ন হতে পারে।

দূতাবাসগুলো ভিসা প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের কয়েকটি পাতায় লিখে, স্টিকার লাগিয়ে এবং সিল দিয়ে ভিসার কাজ সম্পন্ন করা থাকে।

ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে কোন দেশে

ভিসা ছাড়াও এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা যায় যদি সেই দেশগুলোর মধ্যে কোন চুক্তি থাকে। সে চুক্তি অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা যাবে। এছাড়াও পাসপোর্ট রেংকিং এর ক্ষেত্রে ভিসা ছাড়াই ভ্রমণের কিছু সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে।

ভিসা ছাড়াও এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা যায় এটি নির্ভর করে পাসপোর্ট এর তালিকা বিশ্বের শক্তিশালী পাসপোর্ট রেংকিং এর ক্ষেত্রে গুরুত্ব অনুযায়ী। যেমন: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট রেংকিং তালিকায় জাপান প্রথম স্থানে রয়েছে। জাপানের নাগরিক ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৯১ টি দেশে যেতে পারবেন।

পাসপোর্ট এর ক্ষেত্রে দ্বিতীয় রেংকিং শক্তিশালী দেশ হলো সিঙ্গাপুর। এ দেশের নাগরিকরা বিশ্বের ১৯০ টি দেশে ভ্রমণ করতে পারবে ভিসা ছাড়া।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট রেংকিং এর ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এদেশের নাগরিক বিশ্বের ১৮৯ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে।

বাংলাদেশের নাগরিক পাসপোর্ট ব্যবহার করে ভিসা ছাড়া বিশ্বের ৪১ দেশে ভ্রমণ করতে পারবে। এই ৪১ টি দেশের তালিকায় এশিয়ার দেশগুলো হলো ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, পূর্ব তিমুর।

এছাড়াও আফ্রিকা মহাদেশের ১৬ টি দেশ, ওশেনিয়া অঞ্চলের ৭ টি দেশ, আর ক্যারিবীয় অঞ্চলের ১২ টি দেশে বাংলাদেশের নাগরিক ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশের পাসপোর্ট রেংকিং তালিকায় ২০০৬ সালে ছিল ৬৮-তে। এরপর থেকেই বাংলাদেশের পাসপোর্ট ক্রমাগতভাবে অবনতি ঘটতে থাকে। ২০১৮ সালে বাংলাদেশ পাসপোর্ট রেংকিং এর তালিকায় ১০০ তম। ২০১৯ সালে বাংলাদেশের পাসপোর্ট এর অবস্থান ৯৯ তম। ২০২০ সালে পাসপোর্ট এর অবস্থান ৯৮ তম।

ভিসার প্রকারভেদ

ভিসা বিভিন্ন প্রকারের রয়েছে। মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে এক দেশ থেকে অন্য দেশে গমন করে থাকেন। যে ব্যক্তি যে কাজের জন্য বিদেশে যায় তার সে ধরনের ভিসা সংগ্রহ করতে হয়। মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণি-পেশার রয়েছে, আসুন জেনে নেই বিভিন্ন ধরনের ভিসা সম্পর্কে।

  • স্টুডেন্টদের জন্য ভিসা
  • ভ্রমণের জন্য ভিসা
  • কাজের জন্য বা জব ভিসা
  • সাংবাদিকতা করার জন্য ভিসা
  • মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য ভিসা
  • ব্যবসার কাজের জন্য ভিসা
  • গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য ভিসা
  • হজে যাওয়ার ভিসা ইত্যাদি।

বাংলাদেশে যে সকল দেশের ভিসা পাওয়া যায়

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের সাথে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের অধিকাংশ দেশেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হয়েছে এবং এ সকল দেশে বাংলাদেশের অনেক লোক যাতায়াত করে থাকে।

ইউরোপের অধিকাংশ দেশ সমূহে বাংলাদেশের লোকদের যাতায়াত রয়েছে, বাংলাদেশের ব্যবসা রয়েছে। সে সকল দেশগুলোতে বাংলাদেশ অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, ইউরোপের দেশগুলোতে তারা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য গিয়েছে। এছাড়াও চাকরি করতে গিয়েছে অনেক বাংলাদেশী।

ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রয়েছে। এই দেশগুলো হলো রাশিয়া, গ্রীস, ফ্রান্স, স্পেন, ইতালি, বেলারুশ, সার্বিয়া, রোমানিয়া, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সবগুলো দেশ।

ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের নাগরিকদের যাওয়ার জন্য ভিসা পাওয়া যায়। তবে এ সকল দেশের কিছু কিছু দূতাবাস না থাকলেও দূতাবাসের কনস্যুলার অফিস গুলোর সাথে যোগাযোগ করে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোতে বিভিন্ন ভিসা নিয়ে যাওয়া যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র কানাডায় প্রচুর পরিমাণে বাংলাদেশী রয়েছে যারা বিভিন্ন ব্যবসার মাধ্যমে, পেশার মাধ্যমে বা উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছে। যদিও সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যাওয়া যায় না তবে দূতাবাসের কন্সুলার অফিস গুলোর সাথে যোগাযোগ করে অন্য দেশের মাধ্যমে এ সকল দেশে বাংলাদেশী নাগরিক যেতে পারে।

অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এজন্যে বাংলাদেশে অনেক লোক অস্ট্রেলিয়াতে বিভিন্ন কাজের জন্য রয়েছে। অনেক বাংলাদেশি পড়াশোনার জন্য গিয়েছে ব্যবসার জন্য গিয়েছে এবং ভ্রমণের জন্য গিয়ে থাকে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের ভিসা বাংলাদেশে পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের গভীর সুসম্পর্ক রয়েছে। দেশ গুলি হল সৌদি আরব, ইরাক, ইরান, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ব্রুনাই ইত্যাদি।

মধ্যপ্রাচ্যের এসকল দেশগুলো সহ প্রায় সকল দেশ গুলোর সাথে বাংলাদেশের অর্থনৈতিক লেনদেন রয়েছে। এই সকল দেশগুলোতে বাংলাদেশের প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে। এছাড়াও অনেক ব্যবসায়ী রয়েছে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এশিয়া মহাদেশের অধিকাংশ দেশে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায়। এশিয়া মহাদেশের অধিকাংশ দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের নাগরিক যেতে পারেন।

সকল দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, ভুটান, মায়ানমার, চীন ইত্যাদি।

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক লেনদেন এবং ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আফ্রিকার অধিকাংশ দেশে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাওয়া যায়।

উপরের যে সকল দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে এই সকল দেশ ছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেখানে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাওয়া যায়।

ভিসা কিভাবে করতে হয় ২০২৩

বিদেশে যাওয়ার জন্য যখন আপনি ভিসা সংগ্রহ করবেন তখন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার আবেদন গুলো সাধারণত বাংলাদেশের সরকারি ভিসার ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

ভিসা আবেদনের জন্য আপনি গুগলে যদি সার্চ করেন বাংলাদেশ ভিসা লিখে তাহলে দেখবেন একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি হল www.visa.gov.bd.

আপনি দেশের যে দেশে যেতে চান এই ওয়েবসাইটে প্রবেশ করে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যে দেশে যাবার জন্য মন স্থির করেছেন সে দেশের দূতাবাস এ গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।

পরিশেষে

আমাদের আর্টিকেলে আপনারা ভিসা কি এবং কিভাবে ভিসা করতে হয় এ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন। আপনারা এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে অবশ্যই ভিসার মাধ্যমে যেতে হবে। আমাদের আর্টিকেলে ইহা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের কিছু জানতে ইচ্ছে হলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করেন এবং আপনারা উপকৃত হন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

ট্যাগঃ

ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩ ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *