এইচএসসি পরীক্ষা/২০২২ অর্থনীতির সাজেশন

এইচএসসি পরীক্ষা/২০২২ অর্থনীতির সাজেশন  

   দুটি কথা

       সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচ এসসি পরীক্ষা ২০২২ সালের অর্থনীতি বিষয়ে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ও কিছু পরামর্শ দিব ।আশা করি, তোমরা যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড় তাহলে অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং তোমরা পরীক্ষায় সফলকাম হবে ইনশাল্লাহ।

ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে, covid-19 ভয়াবহ পরিস্থিতির জন্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পত্রে পরীক্ষার নম্বর থাকবে ৫৫। রচনামূলক /সৃজনশীল প্রশ্ন থাকবে ১১টি, উত্তর দিতে হবে ৪টি ।প্রতিটি প্রশ্নের মান ১০নম্বর। সৃজনশীল প্রশ্নের মোট নম্বর থাকবে ৪০। বহুনির্বাচনী / নৈবিত্তিক প্রশ্ন থাকবে ৩০ টি, উত্তর দিতে হবে ১৫ টি । প্রতিটি প্রশ্নের মান হবে ১নম্বর। নৈবিত্তিকে মোট ১৫ নম্বর থাকবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট ।

তবে তোমাদের মনে রাখতে হবে, রচনামূলক ও বহু নির্বাচনী পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না । পরীক্ষা শুরু হবার ১৫ মিনিট পূর্বে তোমাকে পরীক্ষার হল রুমে প্রবেশ করতে হবে। প্রশ্ন হাতে আসার পূর্বেই উত্তরপত্রের কভার পৃষ্ঠাটি ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়ে কভার পৃষ্ঠার ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে দেওয়া থাকবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, বিভাগ ,বোর্ড, প্রশ্ন সেট ইত্যাদি।

মনে রাখবে কোন তাড়াহুড়া করার প্রয়োজন নেই । তবুও যদি ভুল হয়ে যায় দায়িত্বরত স্যারকে অবগত করতে হবে। তোমাকে পুরোপুরি মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে । প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্নটি প্রথমে খুব ভালোভাবে পড়তে হবে। খাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য খাতার উপরে ও বাম পাশে সবুজ কালির মার্জিন ব্যবহার করতে পারো। খাতায় যেন কাটা কাটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তোমরা যারা অর্থনীতিতে ১০০% মার্ক পেতে চাও , তোমাদের জন্য আমি একটি শর্ট  সাজেশন তৈরি করেছি তা নিম্নে দেওয়া হল:

 অর্থনীতি প্রথম পত্র

অর্থনীতি প্রথম পত্রে ৬টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তবে তা থেকে ৪টি অধ্যায় পড়লে ১০০% কমন পড়বে ইনশাল্লাহ তা হলো:

#ভোক্তা ও উৎপাদকের আচরণ

#উৎপাদন ,উৎপাদন ব্যয় ও আয়

#বাজার

#মুদ্রা ও ব্যাংক

#ভোক্তা ও উৎপাদকের আচরণ :

৥মোট উপযোগ  ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক।

৥ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

৥চাহিদা বিধি কি

৥চাহিদা নির্ধারক সমুহ

৥সরলরেখার ঢাল নির্ণয়

৥চাহিদার স্থিতিস্থাপকতা (দাম,আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা )

৥যোগান বিধি কি

৥যোগানের স্থিতিস্থাপকতা

৥চাহিদা ও যোগানের প্রভাবে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ হয়

#উৎপাদন , উৎপাদন ব্যয় ও আয়ঃ

৥উৎপাদন উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝ

৥ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি

৥মাত্রাগত উৎপাদন( ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন ,ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন ও সমানুপাতিক স্থির মাত্রাগত উৎপাদন)

৥স্বল্পকালীন  ‍উৎপাদন ব্যয়  ও দীর্ঘকালীন  ‍উৎপাদন ব্যয়ের মধ্যে তুলনা

৥মোট ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক

#বাজারঃ

৥বাজারের শ্রেণীবিভাগ

৥ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য

৥পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি

৥পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ

৥একচেটিয়া বাজার কি একচেটিয়া বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারণ

#মুদ্রা ও ব্যাংকঃ

৥অর্থের মুল্যের ধারণা

৥আরভিং ফিশারের সমীকরণ ব্যবহার করে মুদ্রার পরিমাণ তত্ত্বের বিশ্লেষণ

৥বিহিত মুদ্রা ও আমানত এর মধ্যে তুলনা

অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনঃ

 অর্থনীতি দ্বিতীয় পত্রে ৬টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তবে তা থেকে ৪টি অধ্যায় পড়লে ১০০% কমন পড়বে ইনশাল্লাহ তা হলো: –

৥বাংলাদেশের কৃষি

৥বাংলাদেশের শিল্প

৥জনসংখ্যা ,মানব সম্পদ ও কর্মসংস্থান

৥আন্তর্জাতিক বাণিজ্য

৥বাংলাদেশের কৃষিঃ

#কৃষি কাঠামো

#জিডিপিতে কৃষি খাতের অবদান

#কৃষি খামার ও কৃষি জোতের ধারণা

#কৃষি পণ্যের বিপণন কি

#কৃষিপণ্য বিপননে সরকার/ রাষ্ট্রের অংশগ্রহণ

#কৃষি খাতের পরিবর্তনের ধারা (শস্য উৎপাদন, চিংড়ি চাষ, মাশরুম চাষ ও নার্সারি স্থাপন)

#কৃষিঋণ বিতরণ

#কৃষি উপকরণ বিতরণ

#কৃষিতে পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটির ব্যবহার

৥বাংলাদেশের শিল্পঃ

#বাংলাদেশ শিল্পের ধারণা ( শ্রেণীবিভাগ,কুটির শিল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃহৎ শিল্প )

#রপ্তানিমুখী শিল্প (পাট শিল্প, চা শিল্প ,চামড়া শিল্প ও তৈরি পোশাক শিল্প)

#আমদানি বিকল্প শিল্প ধারণা

৥জনসংখ্যা মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানঃ

#জনসংখ্যার ঘনত্ব কি

#জনসংখ্যা বৃদ্ধির প্রভাব

#কাম্য জনসংখ্যা তত্ত্ব ও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব

#বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত কর্মসূচি

#বাংলাদেশের জনসংখ্যা এবং এর কাঠামো বিশ্লেষণ

#মানবসম্পদ উন্নয়ন কি

#মানবসম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি

৥আন্তর্জাতিক বাণিজ্যঃ

#আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে তুলনা

#আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তা

#বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্য সমূহ কি কি

#রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়

#আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে তুলনা