ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রাথমিক ধারণাঃ

প্রতিটি ইউনিয়ন পরিষদের ভোটারগণ একটি অবাধ, সর্বজনীন ও গোপন ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদের জন্য একজন চেয়ারম্যান, প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডের জন্য একজন সংরক্ষিত আসনের সদস্য এবং প্রতিটি সাধারণ ওয়ার্ডের জন্য একজন সাধারন আসনের সদস্য নির্বাচিত করবেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ধারা ২০ অনুসারে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের।

  • স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ )আইন , ২০০৯৯(২০০৯ সনের ৬১ নং আইন) এবং স্থানীয় সরকার( ইউনিয়ন পরিষদ )নির্বাচন বিধিমালা ,২০১০ এ নির্বাচনের মূল আইনি ভিত্তি। এছাড়া ইউনিয়ন পরিষদ(নির্বাচন আচরণ) বিধিমালা,২০১৬ এবং নির্বাচন কমিশন হতে জারিকৃত পরিপত্র আইনি কাঠামোর একটি অংশ।
ইউনিয়ন পরিষদ গঠন  স্থানীয় সরকার( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০; নিম্নবর্ণিত ব্যক্তিগণ সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হবে, যথাঃ
১।চেয়ারম্যান একজন
২।সংরক্ষিত আসনের সদস্য তিনজন
৩। সাধারন আসনের সদস্য ৯ জন।

চেয়ারম্যান , সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যগণ আইন ও বিধি অনুসারে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।

ভোটার হওয়ার যোগ্যতাঃ

  • বাংলাদেশের যেকোনো নাগরিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে, যোগ্যতা অর্জনের তারিখে ভোটার হওয়ার যোগ্য হবেন যদি তিনি;
  • আঠারো বা বেশি বছর বয়স্ক হন;
  • কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত না হন;
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের আওতাধীন কোন ভোটার এলাকার অধিবাসী বা অধিবাসী বলিয়া গণ্য হন;
  • Bangladesh Collaborators(Special Tribunals) Order, 1972 (p.o No 8 of 1972)এর অধীন কোন অপরাধে দণ্ডিত না হয়ে থাকেন ;এবং
  • International Crimes (Tribunals)এর অধীন কোন অপরাধে দণ্ডিত না হয়ে থাকেন।

কারা ভোট দিতে পারবেন

সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের আওতাধীন ভোটার এলাকার ভোটার তালিকায় যাদের নাম থাকবে।

ছবিসহ ভোটার তালিকা

ছবিসহ ভোটার তালিকার তথ্যের সাথে জাতীয় পরিচয় পত্রের তথ্য অনেকাংশে মিল থাকলেও জাতীয় পরিচয় পত্র দেখে ভোটার তালিকায় ভোটারের অবস্থান চিহ্নিত করা যাবে না । জাতীয় পরিচয় পত্রে ভোটারের এনআইডি নম্বর ও ভোটার তালিকায় ভোটার নম্বর ও ক্রমিক নম্বর এক নয়। ভোটার তালিকায় নাম খুঁজে বের করার জন্য ভোটার এলাকার নাম সহ চার অঙ্কের ক্রমিক নম্বর সকলের অবগত থাকা প্রয়োজন।
নিম্নে ভোটার তালিকা সম্পর্কে একটি ধারণা দেওয়া হলোঃ
  1. ভোটার তালিকায় কভার পৃষ্ঠা এবং প্রথম পৃষ্ঠা ও অন্যান্য পৃষ্ঠার শীর্ষ ভাগে সংশ্লিষ্ট জেলা ,উপজেলা ,ইউনিয়ন /পৌরসভা /সিটি কর্পোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড, ওয়ার্ড নম্বর সহ বিভিন্ন তথ্যের সাথে ভোটার এলাকার নাম ও কোড নম্বর থাকে।
  2. ভোটার এলাকা বলতে গ্রাম /রাস্তা এর অংশবিশেষ হলেও কোনো কোনো ক্ষেত্রে ভোটার এলাকার নামের সাথে সেগুলোর হুবহু মিল নাও থাকতে পারে। বিশেষ করে শহর অঞ্চলে অনেক ভোটার এলাকার নাম সংশ্লিষ্ট মহল্লা/ রাস্তার নামের সাথে মিল নেই।
  3. ছবিসহ ভোটার তালিকায় ভোটারের নাম এর বিপরীতে চার অংক বিশিষ্ট ক্রমিক নম্বর রয়েছে। ভোটারের ক্রমিক নম্বর জানা থাকলে ভোটার তালিকায় তার অবস্থান সহজেই জানা যাবে।
  4. ভোটার তালিকায় ভোটারের একটি ১২ অংকের ভোটার নাম্বার রয়েছে।

নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ এবং দায়িত্ব ও কর্তব্যঃ

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মকর্তাগনের মধ্য হতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেন । রিটার্নিং অফিসার গণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক ভোটকেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার ,প্রত্যেক ভোটকেন্দ্রের জন্য একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োজিত হবেন । তাছাড়া নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার বিভিন্ন কর্মকর্তা নিয়োগ করে থাকেন । উল্লেখিত কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের অধীনে থেকে আইন ও বিধি অনুসারে দায়িত্ব পালন করেন । প্রিজাইডিং অফিসার প্রয়োজন অনুসারে ভোট কেন্দ্র ও ভোটকক্ষ তত্ত্বাবধান করেন, যার মধ্যে রয়েছে:

  • ভোটগ্রহণ কাজে ব্যবহৃত উপকরণাদি সংগ্রহ ও সরবরাহ
  • ভোটকেন্দ্রের অভ্যন্তরে ও ভোটকক্ষে ভোট গ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধান;
  • ভোটকেন্দ্রের ভিতর অদ্ভুত যেকোন সমস্যার সমাধান এবং কৌশলগত প্রশ্নের উত্তর প্রদান;
  • নিরাপত্তা জনিত বা জরুরি কোনো পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গণ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র প্রিজাইডিং অফিসার নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

ভোটকক্ষের অভ্যন্তরে প্রতিটি টিম একজন সহকারী প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে কাজ করবেন। অন্যদিকে সহকারী প্রিজাইডিং অফিসার সকল বিষয়ে রিপোর্ট করবেন প্রিজাইডিং অফিসারের নিকট, যিনি পুরো ভোটকেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত থাকবেন ।সহকারী প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ শুরু ও এর কর্মকান্ড পরিচালনা সংক্রান্ত বিষয়ে পোলিং অফিসারদেরকে নির্দেশনা প্রদান করবেন এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজনীয় বিষয় অবহিত করবেন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব

  • রিটার্নিং অফিসারের কার্যালয় এর সাথে যোগাযোগ স্থাপন করা।
  • ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সহকর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করা।
  • ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোটগ্রহণ উপযোগী করণ। এছাড়াও ভোট কেন্দ্রের অবস্থান, ভোটার সংখ্যা এবং ভোটার এলাকার নাম সংগ্রহ করা।
  • ভোট কেন্দ্রের সকল ভোটগ্রহণ কর্মকর্তাদের তত্ত্বাবধান করা।
  • রিটার্নিং অফিসারের নিকট হতে ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল উপকরণ( স্পর্শকাতর’ও সাধারণ উপকরণসহ) যাচাই করে গ্রহণ করা এবং ভোটকক্ষ ভিত্তিক বিতরণ করা।
  • ভোটগ্রহণের দিন যথাসময়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে নির্বাচনী উপকরণ সরবরাহ করা।
  • ভোটার তালিকাতে নাম আছে শুধুমাত্র এমন ভোটারগণকে যাতে ভোট প্রদানের অনুমতি দেয়া হয় তা নিশ্চিত করা।
  • ভোট গ্রহণ শুরু ও সমাপ্তি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।
  • ব্যালট বাক্স  যথাযথভাবে সিল করার বিষয়টি নিশ্চিত করা।
  • ভোটের গোপনীয়তা নিশ্চিত করা।
  • পর্যবেক্ষক, পোলিং এজেন্ট, নির্বাচনি এজেন্ট, প্রার্থী এবং ভোটাররা যথাযথ আচরণ করছেন কিনা তা নিশ্চিত করা।
  • ভোট গণনা করা এবং গণনার ফলাফল রিটার্নিং অফিসারের নিকট প্রেরনের জন্য বিবরণী প্রস্তুত করা।
  • সংশ্লিষ্ট সকল ফরম পূরণ ও কার্যাবলী সম্পাদন করা।
  • ফলাফল ঘোষণা ও সংশ্লিষ্ট সকল পোলিং /এজেন্ট নির্বাচনী /প্রার্থীকে ভোট গণনার অনুলিপি প্রদান করা।
  • ভোটকেন্দ্রে গণনার বিবরণ টাঙ্গিয়ে দেওয়া।
  • রিটার্নিং অফিসার এর দপ্তরে প্রেরনের এর জন্য ভোট গ্রহণের সকল উপকরণ নিরাপদ হেফাজতে রাখা এবং নির্দেশনা অনুযায়ী উপকরণাদি প্রেরণ করা।
  • ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা করা ও শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ব্যতিত অন্য কারো প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা।
  • জরুরী পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা।
  • ভোটকেন্দ্রে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
  • নির্বাচনী এজেন্ট/ পোলিং এজেন্ট ,পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের পরিচয় নিশ্চিত হয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করা।
  • সকল কার্যপ্রণালী সঠিকভাবে ও আইনানুগ পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে ভোটারগণ ও গণনার সময় সকল প্রক্রিয়া অনুসরণ ও তত্ত্বাবধান করা।
  • রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের টেলিফোন নম্বর ও যোগাযোগের জন্য প্রয়োজনীয় বিষয় অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য রাখা এবং প্রয়োজন অনুসারে যাদের সাথে যোগাযোগ করা।
  • ভোট গ্রহণ সম্পর্কিত সকল কর্মকান্ড তত্ত্বাবধান ও তদারকি করা।

সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব

  • ভোটকক্ষে অভ্যন্তরে সার্বিক শৃঙ্খলা রক্ষা করা।
  • ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করা।
  • পোলিং অফিসারদের কর্মকাণ্ড তত্ত্বাবধান করা।
  • ভোটগ্রহণ কাজে নিয়োজিত পুলিশ অফিসার ছাড়াও ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের কার্যাবলী তত্ত্বাবধান করা।
  • সারাদিনব্যাপী সকল প্রক্রিয়া অনুসরণ করা এবং সকল বিষয়ের প্রতি দৃষ্টি রাখা বিশেষ করে ভোট গ্রহণ প্রক্রিয়াতে নির্ধারিত সকল পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। এছাড়াও প্রিজাইডিং অফিসারের নির্দেশাবলী অনুসরণ নিশ্চিত করা।
  • ভোটকক্ষের দায়িত্বপ্রাপ্ত সকল ভোটগ্রহণ কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তি যেমন পোলিং/ এজেন্ট নির্বাচনী /পর্যবেক্ষক সহ সকলের পরিচয় পত্র দৃশ্যমানভাবে পরিধান এবং ঝুলানো থাকা নিশ্চিত করা।
  • ভোটকক্ষের জন্য সরবরাহকৃত সকল ব্যালট পেপারের দায়িত্ব পালন করা এবং ভোটকক্ষে ব্যবহারের জন্য প্রদত্ত সকল ফরম সঠিকভাবে পূরণ করা।
  • নির্ধারিত সময়ে ভোটকক্ষে ভোট গ্রহণ শুরু ও শেষ করার দায়িত্ব পালন করা এবং প্রস্তুতি গ্রহণ ও সমাপ্তকরণ কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন নিশ্চিত করা।
  • ভোটকক্ষে ভিড় সৃষ্টি রোধ করতে পর্যবেক্ষক, পোলিং এজেন্ট ও গণমাধ্যমের সহজ চলাচল নিশ্চিত করা।
  • প্রিজাইডিং অফিসারের নিকট হতে ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল উপকরণাদি (স্পর্শ কাতর ওসাধারন উপকরণসহ) যাচাই করে গ্রহণ করা এবং প্রয়োজন অনুসারে বন্টন ও ব্যবহার করা।
  • ভোটকক্ষে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সংখ্যক উপকরণ এর প্রাপ্যতা নিশ্চিত করা এবং অতিরিক্ত উপকরণের প্রয়োজন হলে প্রিজাইডিং অফিসারকে অবহিত করা।
  • ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ সকল উপকরনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণাদির প্যাকেটজাতকরণ এর নির্ধারিত কার্যপ্রণালী অনুসরণ করা।
  • যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূর্বক ভোটারকে ব্যালট পেপার ইস্যু করা এবং ভোটার যেন ব্যালট নির্ধারিত ব্যালট বাক্সে ফেলেন তা নিশ্চিত করা।
  • সমস্যা এবং অভিযোগের তাৎক্ষণিক ভাবে সুরাহা করা।
  • কক্ষে কোনো রাজনৈতিক প্রচারণামূলক উপকরণ বা এ জাতীয় কিছু যেন না থাকে তা নিশ্চিত করা।
  • ভোট গ্রহণকালে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা লিপিবদ্ধ করা এবং প্রিজাইডিং অফিসারকে তা তাৎক্ষণিকভাবে অবহিত করা।
  • নির্ধারিত সময় অন্তর অন্তর কক্ষে প্রদত্ত ভোটার সংখ্যা ইস্যুকৃত / ব্যালট সংখ্যা প্রিজাইডিং অফিসারকে জানানো।
  • প্রিজাইডিং অফিসারকে ভোট গ্রহণ শুরু ও শেষ করার সময় এবং ভোটকক্ষের অন্যান্য বিষয়ের তথ্য অবহিত করা।

পোলিং অফিসার গণের দায়িত্ব

  • ভোটকক্ষের প্রবেশপথে সকল ভোটার যেন সুশৃংখলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তা কেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিশ্চিত করা।
  • অপেক্ষমান ভোটারদের জন্য যথাসম্ভব আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা। যেমন- ছায়াযুক্ত স্থানে সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর ব্যবস্থা করা।
  • সকল ভোটারকে তাদের ভোটার স্লিপ প্রদর্শনের জন্য অনুরোধ করা।
  • ভোটারদের ভোটকক্ষে একজন একজন করে প্রবেশ নিশ্চিত করা।
  • কোন ভোটার ভোটকক্ষে প্রবেশের পর প্রথমেই তার পরিচয় নেওয়া এবং এ  কক্ষের ভোটার তালিকায় তার নাম আছে কিনা তা নিশ্চিত করা।
  • ভোটার তালিকায় ভোটারের ক্রমিক নম্বর যাচাই করা।
  • ভোটার তালিকায় ছবির সাথে সংশ্লিষ্ট ভোটারের চেহারা মিলিয়ে দেখা এবং ভোটার তালিকার অন্যান্য তথ্য যাচাই করা। সবকিছু ঠিক থাকলে হাতের আঙ্গুলের দাগ আছে কিনা তা পরীক্ষা করা ও কালির দাগ লাগানোর জন্য পরবর্তী পোলিং অফিসারের নিকট প্রেরণ করা।
  • হাতের আঙ্গুলে অমোচনীয় কালি লাগানো হলে উচ্চস্বরে ভোটারের ক্রমিক নম্বর ও তার নাম উচ্চারণ করা যাতে উপস্থিত পোলিং এজেন্টরা ও সহকারী প্রিজাইডিং অফিসার শুনতে পায় এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর টিক চিহ্ন দেওয়া যাতে বুঝা যায় যে ,তাকে ব্যালট দেওয়া হয়েছে।
  • শারীরিক প্রতিবন্ধী ,বয়স্ক ,শারীরিকভাবে অসমর্থ, সন্তানসম্ভবা প্রমুখ ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকারের বিষয়টি লক্ষ্য রেখে তাদের সহায়তা করা।
  • ভোটকক্ষে ভোটারের ভির সৃষ্টি হতে না দেওয়া।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য

  • ভোট গ্রহণের পূর্বের দিন মালামাল গ্রহণের আগেই ভোট কেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট রিপোর্ট করবেন।
  • ভোটকেন্দ্রে নিয়েজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসারে ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রদান করবেন।
  • ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী কাজে ব্যবহৃত সকল মালামাল এর নিরাপত্তা নিশ্চিত করবেন।
  • ভোটকেন্দ্রে ভোটকক্ষ ভিত্তিক সুশৃংখলভাবে লাইনে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করবেন।
  • প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসারে ভোট কেন্দ্রে সৃষ্টিকারী আইন বহির্ভূত কাজ করছে এমন কোনো ভোটার বা ব্যক্তিকে অপসারণ করবেন । তবে উক্ত ব্যক্তি এ কেন্দ্রের ভোটার হলে তার ভোট প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
  • নির্বাচন চলাকালীন সময়ে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসারে মোকাবেলা করবেন।
  • ভোট গণনার সময় গণনা কক্ষে এর চারপাশে নিরাপত্তা নিশ্চিত করবেন।
  • নির্বাচনের দিন ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রধান কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন । আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত অন্যান্য সদস্যবৃন্দ কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
  • ভোটগ্রহণ শুরুর পূর্বে, ভোটগ্রহণ চলাকালে ও ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণাদির নিরাপত্তা প্রদান করবেন।
  • নির্বাচনের পূর্বের দিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছানো এবং নির্বাচনের শেষে ভোট কেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় পর্যন্ত নির্বাচনী উপকরণ সমূহ পরিবহনের সময় এর সকল উপকরনের নিরাপত্তা প্রদান করবেন।
  • আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া কে প্রভাবিত করতে পারবেন না।

ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি প্রাপ্ত ব্যক্তিবর্গ

প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশ নিয়ন্ত্রণ করবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট ভোটকক্ষে ভোটারদের প্রবেশ নিয়ন্ত্রণ করবেন। নিম্নলিখিত ব্যক্তিবর্গ ভোটকেন্দ্রে/ ভোট কক্ষে প্রবেশ ও ভোটগ্রহণ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য অনুমতি প্রাপ্ত ভোটকেন্দ্রের ভিতরে সকল ব্যক্তিকে অবশ্যই সার্বক্ষণিকভাবে তাদের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বুকে ঝুলিয়ে রাখতে হবে এবং অনুমোদনের অতিরিক্ত প্রমাণ হিসেবে তাদের নিয়োগ পত্রের/ অনুমোদনের কপি বহন করতে হবে।

  • সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার গণ।
  • সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচনে কর্তব্যরত কোন ব্যক্তি।
  • পোলিং এজেন্ট প্রত্যেক প্রার্থীর জন্য প্রতি ভোটকক্ষে একজন করে শুধুমাত্র নির্দিষ্ট কক্ষে দায়িত্ব পালনের জন্য।
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্ট (তারা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন তবে কোন প্রকার প্রচারণা চালাতে পারবেন না)।
  • সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
  • নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধি।
  • নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি/ কর্মকর্তা।
  • প্রিজাইডিং অফিসার যদি আহ্বান করেন তাহলে মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্সের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
  • পর্যবেক্ষক, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ,গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া মাত্র প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে হবে। প্রিজাইডিং অফিসার তাদের পরিচয় পত্র সমূহ (ক্ষেত্রবিশেষে অনুমোদনের কাগজপত্রসহ) যাচাই করবেন এবং এরপর তিনি তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ, কার্যাবলী ও পর্যবেক্ষণ এর অনুমতি দিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *